সন্দেশখালিতে শুভেন্দুকে আক্রমণ মমতার, তমলুকে হরিনাম গেয়ে পাল্টা শুভেন্দুর, দেখুন ভিডিও
Mamata attacks Subhendu in Sandeshkhali, Subhendu retaliates by singing Harinam in Tamlu, watch video

Truth Of Bengal: সন্দেশখালিতে এক জনসভায় নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু মানুষ আছেন, যারা মানুষের জন্য কাজ না করে শুধু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন। তারা শুধু কথার ফুলঝুরি ছড়ায়, কাজের কথা বলে না।” মমতার এই বক্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক জল্পনা।
এরই পাল্টা হিসেবে তমলুকে এক জনসভায় শুভেন্দু অধিকারী হরিনাম গেয়ে মমতার উদ্দেশ্যে কটাক্ষ করেন। তিনি বলেন, “কেউ যদি মনে করেন ধর্মীয় গান বা ভক্তিমূলক বিষয় নিয়ে নাটক করলে মানুষ বিভ্রান্ত হবে, তবে তারা ভুল করছেন। আসল সত্য সবাই জানে।” শুভেন্দুর এই কৌশল রাজনীতির ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুভেন্দু অধিকারীর হরিনাম গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমর্থকরা একে প্রশংসা করলেও, তৃণমূল শিবির থেকে কটাক্ষ করে বলা হয়েছে, “এটি নিছকই একটা লোক দেখানো প্রচেষ্টা।”
এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া—রাজনৈতিক মঞ্চে দুজনের এই সংঘাত রাজনীতির নতুন অধ্যায় তৈরি করছে।