রাজ্যের খবর

দশ মাথার মহাকালীর পুজো হবে ভূত চতুর্দশীর দিন! জেনে নিন মালদার কালীপুজোর অজানা কাহিনী

Malda Mahakali Puja

The Truth of Bengal: আমাবস্যা নয়, ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির মহাকালীর। আজ নিয়ম মেনে অনুষ্ঠিত হবে মহাকালীর পুজো। তার আগে মহাকালীর প্রতিমা নিয়ে মালদা শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিন জেলা থেকে আগত শিল্পীরা রাধাকৃষ্ণ সেজে নৃত্য প্রদর্শন করেন এই শোভাযাত্রায়। পাশাপাশি মালদা জেলার মুখা শিল্পারা অংশ নেয় শোভাযাত্রায়। এছাড়া বিভিন্ন জেলার শিল্পীরা বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় অংশ নেয়।

এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মালদা রাস্তায় ঢল নামে দর্শনার্থীদের। জানা গিয়েছে, শনিবার এই মহাকালীর পুজো অনুষ্ঠিত হবে। শোল মাছের টক এই মহাকালির অন্যতম প্রধান ভোগ। এই কালির বিশেষত্ব দশটি মাথা, দশটি হাত এবং দশটি টি পা। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু করেছিলেন অবিভক্ত মালদহের তৎকালীন কিছু যুবক। যাঁরা নিয়মিত এখানে শরীর চর্চা করতে আসতেন।

এই মহাকালী পুজোর এখন ব্যাপ্তি ছাড়িয়ে রাজ্যজুড়ে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। তন্ত্র মতে পুজো হয় মহাকালির। মালদার ইংরেজবাজার শহরের এই ব্যায়াম সমিতির কালীপুজো এখন দশ মাথার মহাকালী নামেও পরিচিত।

Free Access

Related Articles