প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা অভিযান মালদা জেলা পুলিশের
Malda District Police conducts awareness drive on plastic ban

Truth Of Bengal: মালদা জেলা পুলিশের উদ্যোগে হবিবপুর থানার পুলিশের সহযোগিতায় প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা প্রচার চালানো হয়। প্লাস্টিক কতটা ক্ষতিকর তা নিয়ে মানুষকে সচেতন করেন হরিপুর থানার পুলিশ ও আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ আইহো ব্যবসায়ী সমিতির সভাপতি ডালিম ঘোষ। এলাকার দোকানদারদের নিয়ে প্লাস্টিক বর্জন কর্মসূচি রূপায়ণে হবিবপুর থানার প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করল।
এই উপলক্ষ্যে শুক্রবার পুলিশ অফিসার এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা মিলে সচেতনতামূলক প্রচার অভিযানে নামেন। তারা আইহো বাস স্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করেন। সেই পথসভার মধ্যেই মাইকিং-এর মাধ্যমে বিভিন্ন বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিবর্গ।
এদিন দুপুরে আইহো বাজার এলাকায় প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে প্রচার চালানো হয়। ব্যবসায়ী-সহ সাধারণ মানুষজনের কাছে প্লাস্টিক বর্জন করার আবেদন জানান পুলিশ। কোন খাদ্য-খাবার বা জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে না রাখা, প্লাস্টিকে জিনিসপত্র না দেওয়া ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয় ব্যবসায়ী থেকে খরিদ্দারদের।
আইহো ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জানিয়েছেন, প্লাস্টিকের কারণে মানুষের ক্ষতি হচ্ছে। তাই প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে মাটির ভাঁড়, কাগজের ঠোঙা। স্থানীয় থানার আধিকারিক জানিয়েছেন, কোন দোকানদার যেন ক্রেতাকে প্লাস্টিকে জিনিস বিক্রি না করেন। এই সচেতনতা অভিযানের পরেও একই ঘটনা ঘটলে পুলিশের তরফে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।