বিশেষ ভাবে সক্ষমদের পাশে প্রশাসন,মানবিক প্রশাসনের হুইল চেয়ার প্রদান
Malda District Administration has provided wheelchairs to specially abled persons

Truth of Bengal: পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এল মালদা জেলা প্রশাসন। বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে দেওয়া হল হুইল চেয়ার। সোশ্যাল মিডিয়ার মারফত সমস্যার কথা প্রশাসনের নজরে আসে। তারপরই তাঁদের শারীরিক সমস্যার কথা বিবেচনা করে এই সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। রাজ্য সরকারও বিশেষভাবে সক্ষমদের কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে পরিকল্পনা রূপায়ণও করছে।
বাংলার বিশেষভাবে সক্ষমদের রোজগেরে করে তুলতে প্রকল্প নিচ্ছে রাজ্য সরকার। শিল্প-বাণিজ্য, নারী-শিশুও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন,পুজোর পরে বিশেষভাবে সক্ষমদের জন্য মেলার আয়োজন করা হবে। যাতে বিশেষভাবে সক্ষমরা আত্মনির্ভর বা আর্থিকভাবে শক্তিশালী হয় তার প্রতি নজর দিচ্ছে প্রশাসন। রাজ্যের পথেই মালদার জেলাশাসক এক মানবিক নজির তৈরি করলেন।
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল পঞ্চায়েতের রহমতপুরের বাসিন্দা মান্নান আলি। আট বছর আগে গিয়েছিলেন পঞ্জাবে। সেখানে পর্যাপ্ত রোজগার না হওয়ায় তিনি আত্মহত্যা করতে চান।হাসপাতালে ভর্তি করার পর সুস্থ হলেও বিকলাঙ্গ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে সক্ষমের কথা জানার পর তিনি তাঁদের জীবনের গতি বাড়াতে এগিয়ে আসেন।তারপরই মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেন।
জেলাশাসকের নির্দেশে বিডিও এই সহায়তাস্বরূপ হুইলচেয়ার তুলে দেন। মানবিক প্রশাসনের এই কাজে এগিয়ে চলার শক্তি পাচ্ছেন এই বিশেষভাবে সক্ষম ব্যক্তি। এতদিন যিনি পদে পদে বাধা পেতেন।ইচ্ছে থাকলেও এগিয়ে যেতে পারতেন না, তিনি এখন সরকারি সাহায্যে হুইলচেয়ার পেয়ে ঘুরে দাঁড়ানোর রসদ পাচ্ছেন। মালদার মতোই রাজ্যের নানা অংশের বিশেষভাবে সক্ষমরা সরকারি অনুদানও পাচ্ছে। আগামীদিনে সেই সহায়তা মান্নান আলিকে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন প্রশাসনের কর্তারা।