রাজ্যের খবর

সংক্রান্তিতে পূণ‍্যার্থীদের ভিড় দামোদর তটে, সৌভাগ‍্য লাভে সূর্য প্রণাম

Makar Sankranti

The Truth of Bengal: হিন্দুশাস্ত্র মতে পৌষমাসের সংক্রান্তিতে বিভিন্ন নদী ঘাটে স্নানের মাধ‍্যমে পিতৃপুরুষদের তর্পণ ও সূর্য প্রণামের সৌভাগ‍্যের সূচনা ও পূণ‍্য অর্জন হয়ে থাকে। সেই কথা মাথায় রেখে বহু পূণ‍্যার্থী একদিন আগে থাককেই গঙ্গাসাগরের উদ্দেশ‍্যে যাত্রা করেন। কারণ গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী।

তবে যারা যেতে পারেন না, তারা পূণ‍্য স্নানের জন‍্যে কাছাকাছি গঙ্গার শাখা বা উপনদীকে বেছে নেন। দামোদর নদ ও গঙ্গাতেই মিলিত হয়েছে। তাই মকর সংক্রান্তির সকালে পূণ‍্যার্থীদের দামোদরের ঘাটে ভীড় করতে দেখা যায় প্রতিবছর। তবে এই বছর আসানসোল শিল্পাঞ্চলে গত দুদিন ধরেই ঠান্ডা ও কুয়াশার প্রকোপ মারাত্মক বৃদ্ধি পেয়েছে।

কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। সেই সূত্রে নদী তীরবর্তী অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে অনেকই বিরত থাকছেন। তবে নদী তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষেরা এদিন দামোদর নদেই পুণ‍্য স্নানে যোগ দেন।

Related Articles