রাজ্যের খবর

বড়সড় নাশকতার ছক? রামপুরহাট থেকে উদ্ধার ১৬ হাজার কেজি বিস্ফোরক

Major sabotage plot? 16,000 kg of explosives recovered from Rampurhat

Truth Of Bengal: রামপুরহাট থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে মুনসুবা মোড়ে একটি ট্রাক আটক করার পর এই বিস্ফোরক উদ্ধার হয়। ট্রাক থেকে মিলেছে ৩২০ বস্তা, যার ওজন প্রায় ১৬ হাজার কেজি। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগেভাগেই নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছিল। রাত ১০টা নাগাদ সন্দেহজনক একটি ট্রাক আটকায় পুলিশ। শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট, যা মূলত বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। গ্রেপ্তার হওয়া ট্রাকচালক ও খালাসি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাঁদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ আরও তদন্ত শুরু করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করেই আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের সিরশিয়া যাচ্ছিল। তবে এত পরিমাণ বিস্ফোরক কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনো স্পষ্ট নয়। জেলার পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles