দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় পেল রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের স্বীকৃতি
Durgapur Womens Mahavidyalaya

The Truth of Bengal: শিক্ষার প্রসারের জন্য যেমন বাংলার সরকার নানা প্রকল্প নিয়েছে। কন্যাশ্রী,শিক্ষাশ্রী,ঐক্যশ্রীর মতোই স্টুডেন্টস ক্রেডিট কার্ড উচ্চশিক্ষার আশা পূরণ করছে লক্ষ লক্ষ পড়ুয়ার।প্রকল্পের বাস্তবায়নের ফলে বাংলা শিক্ষায় জাতীয় স্তরে সেরার স্বীকৃতি পেয়েছে।বুনিয়াদী শিক্ষায় বিকল্পের দিশা দেখিয়ে পশ্চিমবঙ্গ শীর্ষে উঠে এসেছে।প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে নতুন পালক। দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
এবার আরও এক সরকারি কলেজ বাংলার গর্বের মুকুটে পালক যোগ করল।রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় পেল রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের স্বীকৃতি। সেই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠলো মহিলা হোস্টেল, উন্নতি হচ্ছে পরিকাঠামোর। প্রকল্পের উদ্বোধন করেন মহকুমা শাসক। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান বাড়ছে। প্রশংসা করছে কেন্দ্রীয় সরকারও। এবার সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলিতে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারও রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তাতে পড়ুয়ারা উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন।
প্রথম ধাপে প্রায় এক কোটি টাকা দেওয়া হয়েছে। সেই আর্থিক সাহায্য পেয়ে প্রথম ধাপে একটি মহিলা হোস্টেল গড়ে উঠেছে। তৈরি হচ্ছে ফুলের বাগান, পুকুর অধ্যক্ষ বাংলো সহ এনসিসি গ্রাউন্ড। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের পাশাপাশি ভিন রাজ্যের পড়ুয়ারাও রয়েছে। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের নিজস্ব হোস্টেলে নিরাপদে থাকতে পারবে পড়ুয়ারা বলেও আশাবাদী মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলার শিক্ষাদান পদ্ধতি জাতীয় স্তরে মডেল হয়ে উঠছে। শিক্ষার মাণেও এই বাংলা যে বিশ্বের কাছে নজির হয়ে উঠছে তা বলাই যায়।