রাজ্যের খবর

মহা সমারোহে তারকেশ্বরে চলছে গাজন মেলা

Maha samarohe Gajan Mela is going on in Tarakeswar

The Truth Of Bengal:  মহাসমারোহে তারকেশ্বরে চলছে গাজন মেলা। রাজ্যের নানা অ্ংশের ভক্তরা শৈবতীর্থে হাজির হয়েছেন।কৃচ্ছসাধনও সমস্ত নিয়ম মেনেই ভক্তরা ভোলানাথের কাছে প্রার্থনা করছেন। ১মাস ধরে চলা এই গাজনমেলায় ব্যবসায়ীদের বেচাকেনাও দারুণভাবে বেড়েছে।আশা করা হচ্ছে চৈত্রের এই গাজনমেলায় এবার রেকর্ড ভিড় হবে।

তারকেশ্বরে মহা আড়ম্বরে আয়োজন করা হয়েছে গাজন মেলার।দূর দূরান্তের ভক্তরা এই গাজনমেলায় হাজির হয়ে শিবের কাছে আর্শীবাদ প্রার্থনা করছেন।যার জেরে শৈবতীর্থে ভক্তসমাগম বাড়ছে,বাড়ছে ব্যবসায়ীদের বেচাকেনা। কথিত আছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পরে নারায়ণের চক্রে ৫১ খণ্ডে খণ্ডিত হয়েছিল সতীর দেহ। সতীকে হারিয়ে শিব কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন। অন্যদিকে, তখনই তারকাসুরের তাণ্ডবে সমস্যা তৈরি হয়   ব্রহ্মাণ্ডে। ব্রহ্মা জানান, তারকাসুরকে হত্যা করতে পারবেন একমাত্র শিবপুত্র। এদিকে, শিবের বিয়ে না হলে শিবপুত্রও আসবেন না, আর তিনি তারকাসুরকে হত্যাও করতে পারবেন না। যদিও শিবকে বিয়ে করার জন্য তপস্যা শুরু করেছেন পার্বতী, কিন্তু শিব তো নিজেই তপস্যায় মগ্ন। এমন অবস্থায় ব্রহ্মাণ্ডকে বাঁচাতে ভক্তরাও সন্ন্যাস নিতে শুরু করেন। ভক্তদের সন্ন্যাস নেওয়ার এই ঘটনায় তপস্যা ভঙ্গ হয় শিবের।সেইথেকে সন্ন্যাসের ব্রত পালন করে আসছেন শিবের ভক্তরা।এখন তাই তারকেশ্বরে শিব ভক্তদের আনাগোনা বেড়েছে।

প্রতিবছর সারা বাংলা থেকে লক্ষ লক্ষ ভক্তের  সমাগম ঘটে বাবার থানে অর্থাৎ তারকেশ্বরে। বাবা মহাদেবের কাছে মনস্কামনা পূরণের জন্য মানত করতে বাবা তারকনাথের শরণাপন্ন হন, এদের মধ্যে বহু মানুষ আসে মনস্কামনা পূরণের পর বাবার পায়ে অঞ্জলি মানত শোধ করতে,  ভক্তরা মন্দির সংলগ্ন দুধ পুকুরে স্নান করে উত্তরীয় ধারণ করে শিব মন্ত্র উচ্চারণের এর মধ্য দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। চৈত্রের প্রখর দাবদাহ উপেক্ষা করে ভক্তরা শিবের মন্দিরে পূজো দিয়ে ফলাহার করেন, রাতে  হব্বিসি করে ব্রত পালন করেন ,এই এক মাস ব্যাপী সময় কালে কঠোর নিয়ম এবং কৃচ্ছসাধনের  মাধ্যমে ভক্তরা বাবার ভোলানাথের কাছে একান্ত প্রার্থনা করেন মঙ্গল কামনায়।

পয়লা চৈত্র  সকালে অগণিত ভক্ত দুধ পুকুরে স্নান করে উত্তরীয় ধারণ করে সন্ন্যাস নিয়ে এক মাস বাকি সন্ন্যাস জীবন শুরু করেছেন শিবভক্তরা ।আশা শৈবতীর্থের এই ব্রত পালনের মাধ্যমে সবার মঙ্গল করা যাবে।ইশ্বরের অনন্য রূপ শিবের কাছে পবিত্রভাবে প্রার্থনা ও মোক্ষলাভের এই সাধনা তারকেশ্বরের অর্থনীতিকেও উজ্বীবিত করছে।শ্রাবণমাসের মতোই চৈত্রমাসেও হুগলির এই প্রাণকেন্দ্রে অর্থনীতির বিকাশ হয়।বিশ্বখ্যাত শিবের এই তীর্থভূমি এথন সর্বস্তরের মানুষের কাছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

FREE ACCESS

Related Articles