রাজ্যের খবর
Trending

‘মিক্সচার’ দাওয়াই মদনের, পাল্টা ‘অ্যান্টিডোট’ দেওয়ার দাবি শীলভদ্রের

Madan's demand for 'mixture', Shilabhadra's demand for 'antidote'

The Truth Of Bengal : ভোটের আবহে এতদিন সেই ভাবে ময়দানে দেখা যায়নি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। শেষ দফার আগে প্রচারে এলেন তিনি। ‘মিক্সচার’ দাওয়াই দেওয়ার কথা চাপানউতোর বাড়িয়ে দিলেন রাজনীতিতে। মদন মিত্র বলেন, ‘দমদম মানে দাওয়াই। আমি যদি বলি, দমদম ধোলাই হবে, তা হলে সেটা অসাংবিধানিক। আমি দাওয়াইয়ের কথা বলছি। তৃণমূল কর্মীরা জানে, কোন দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে।

ভোটের দিন ওআরএস থাকবে। কেন্দ্রীয় বাহিনীও তো মানুষ। মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তা হলে আমি তাঁকে ওআরএস দেওয়ার পক্ষে। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড় বড় ওই লাঠি দিয়ে, স্টেনগান দেখিয়ে আমাদের স্টলে এসে বলবে ওআরএস দাও, তাই হয় নাকি। লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে।‘

এর আগে গুড় বাতাস, চড়াম চড়াম, পাচন দাওয়াই দিয়ে আলোচনার কেন্দ্রে আসতেন বীরভূমের অনুব্রত মণ্ডল। এখন তিনি জেলে। তবে জেলে থাকলেও এখন তিনি ভাল করেই আছেন রাজনীতির ময়দানে। অনুব্রত মণ্ডলের ভঙ্গিতে ‘মিক্সচার দাওয়াই’ দেওয়ার কথা বলতে শোনা গেল মদন মিত্রকে। মদনের পাল্টা জবাব দিয়েছেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তাঁর জবাব, ‘মিক্সচারেরও অ্যান্টিডোট আছে।‘

আগামীকাল শনিবার শেষ ভোট আছে রাজ্যের ৯ কেন্দ্রে। তার মধ্যে আছে দমদম। ভোটের আগে দুই শিবিরের দুই নেতার কথার লড়াইয়ে জমে উঠছে ভোট। আগের সবগুলি দফার মতো শেষ দফাতেও শান্তির পরিবেশে ভোট করতে চায় কমিশন। তার জন্য কড়া নিরাপত্তা বলয় থাকছে। সর্বত্র।

Related Articles