রাস্তায় কোল আলো করে এল “মা লক্ষ্মী”, এই ঘটনায় তারপর যা হল…
"Maa Lakshmi" came to light the streets, what happened after this incident...

The Truth Of Bengal : সুদীপ রায় – মুর্শিদাবাদ : রাস্তার মধ্যে জন্ম হল কন্যা সন্তানের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের একেবারে 100 মিটারের মধ্যেই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, আজ সকাল নাগাদ এক গর্ভবতী মহিলা জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে যাচ্ছিল পেটের ছবি করতে। কিন্তু রাস্তাতেই তার পেটের যন্ত্রণা শুরু হয় এবং সেখানেই তিনি কন্যা সন্তান জন্ম দেয়। ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের একেবারে 100 মিটারের মধ্যেই। গর্ভবতী মহিলার সঙ্গে আরো দুজন মহিলা তারা চরম সমস্যায় পড়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছেন না দেখে রাস্তার ধারের একটি মুদির দোকানদার তড়িঘড়ি ছুটে আসেন ওই মহিলার কাছে। এরপর দোকানের পাশে ছোট্ট একটি জায়গায় একটু বসার ব্যবস্থা করে দেন তিনি।
প্রসব যন্ত্রণা কাতর হওয়ার কারণে, রাস্তার মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিলেন ওই মা। ওই মহিলার কষ্ট দেখে তিনি নিজে এই গরমে টেবিল ফ্যান দিয়ে তাকে কিছু তা সুস্থ করে তোলেন, এবং সাথে সাথে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর সুব্রত মাঝি কে ফোন করা হলে তিনি সঙ্গে সঙ্গেই হাসপাতালের কিছু ওয়ার্ড বয় এবং মহিলাকে পাঠিয়ে দেন ওই গর্ভবতী মহিলার কাছে।
তারাই ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন এবং সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন ওই পরিবারের মহিলা। ওই মহিলা বললেন হাসপাতালের বাইরে ও যে এত সুন্দর পরিষেবা পাবো এটা আমরা ভাবতে পারিনি। তার জন্যই ওই কর্মরত চিকিৎসককে ধন্যবাদ জানালাম। এই ঘটনায় অত্যন্ত আনন্দিত ওই প্রসূতির পরিবার।