রাজ্যের খবর
বঙ্গোপসাগরে আবারো নিম্নচাপের চোখ রাঙ্গানি! কেমন থাকবে আবহাওয়া
Low pressure in the Bay of Bengal again! How will the weather be?

Truth Of Bengal: বঙ্গোপসাগরে আগত দু’দিনের মধ্যে আর এক নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই নিম্ন চাপের জেরে আবারো বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। ২৩ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম অংশের ওই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রিবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরসহ পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। এর সাথে উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া দফতরের তরফ থেকে কোনো রকম সতর্কতা জারি করা হয়নি।