রাজ্যের খবর
‘খাবারের খোঁজে লোকালয়ে..’, রাতের অন্ধকারে ওরা কারা?
'Looking for food in the locality..', who are they in the darkness of the night?

The Truth Of Bengal : শিলিগুড়ির শালুগাড়া এলাকায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল দুটি হাতি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, বুধবার রাতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়লো দুটি হাতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছাড়াল গোটা এলাকায়। তবে লোকালয়ে ঢুকে পড়লেও পরে নিজেরাই জঙ্গলে ফিরে যায়। অপরদিকে হাতি দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। হাতি লোকালয়ে প্রবেশ করলেও কোনরকম কোন ক্ষয়ক্ষতির খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালে ঢুকে পড়েছিল হাতে দুটি।
শিলিগুড়ির শালুগাড়া এলাকায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল দুটি হাতি pic.twitter.com/VL4emZpFLI
— TOB DIGITAL (@DigitalTob) July 4, 2024