লোকসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে, ২৪ফেব্রুয়ারি জেলা শাসক-পুলিশ সুপারদের বৈঠক, রাজ্য নির্বাচনী আধিকারিকের
Preparations for Lok Sabha polls in full swing, district magistrate-police superintendent meeting on 24th February, state election officer

The Truth Of Bengal: নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ আসার আগে আগামী ২৪ ফেব্রুয়ারি ডিএম, এসপি দের বৈঠকে ডেকেছেন রাজ্য নির্বাচনী আধিকারিক। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তার আগেই রাজ্য নির্বাচনী আধিকারিক ২৪ ফেব্রুয়ারি ডিএম, এসপি দের নিয়ে একটি বৈঠক ডাকলেন। ইতিমধ্যেই এই বৈঠকের প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে। এই বৈঠকে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে তেমনি আরও বিভিন্ন জরুরী বিষয়ে ও আলোচনা করা হবে। সূত্রের খবর, প্রতি বুথে সর্বোচ্চ ১৫০০ ভোটার রাখা হবে।
সূত্রের খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন। আগামী ৪মার্চ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ ১২ জন নির্বাচনী আধিকারিক।
FREE ACCESS