রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : “মোদিজি ও অমিত শাহজিকে কুরুচিকর মন্তব্য করিনি” হঠাৎ কেন এই মন্তব্য বাবুলের?

Lok Sabha Election 2024 : "I did not make ugly comments on Modiji and Amit Shahji" why suddenly this comment of Babul?

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী ডঃ মুকুট মণি অধিকারী সমর্থনে বৃহস্পতিবার সকালে চৈতন্য ভূমি নবদ্বীপে রোড শো করলেন রাজ্যের মন্ত্রী তথা বিখ্যাত কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ও পৌরসভার ২৪টি ওয়ার্ডের অগণিত কর্মী সমর্থক।

এদিনের সঠিক নবদ্বীপ বড়াল ঘাট এলাকা থেকে বেরিয়ে শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলাম মোড় রাধা বাজার, দন্ড পানি তলা মহিরাবনতলা, বুড়ো শিবতলা হয়ে শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে। নির্বাচনী রোড শোতে যোগদান করতে এসে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কার্যত খুব উগড়ে দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, আমি কখনো মোদীজি বা অমিত সাহজীর নামে কোনোদিন কুরুচিকর মন্তব্য করিনি কিন্তু বিজেপি দলের একাধিক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মত বিজেপির প্রথম সারির নেতারা সরাসরি ব্যক্তিগত আক্রমণ ও রুচি কর মন্তব্য করে থাকেন, কারণ এটাই বিজেপির সংস্কৃতি। ওরা বাংলার সংস্কৃতিকে এখনো পর্যন্ত বুঝতে শেখেনি।

এছাড়াও নির্লজ্জের মত ইডি সিবিআইকে কাজে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি বলেও বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে দাবি করেন বাবুল সুপ্রিয়। সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, সন্দেশখালি তে নোংরা রাজনীতি করতে গিয়ে নিজের দলকেই সমালোচনার মুখে ফেলেছে বিজেপি। এই বিষয়ে চারিদিকে সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে তীব্র গরম সহ্য করতে না পেরে বিজেপি নেতারা অশালীন কথাবার্তা বলছেন বলেও দাবি করেন তিনি পাশাপাশি গরম থেকে বাঁচতে ও নিজেদের কথাবার্তায় লাগামতান্তি বিজেপি নেতাদের এদিন ছাতা ব্যবহার করার নিরানদ্যান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। পাশাপাশি সাধারণ মানুষ বিজেপির এই চক্রান্ত বুঝতে পেরেছে আগামী নির্বাচনের দিন তারা প্রকাশ্যে কিছু না বললেও ভোট বাক্সে তার জবাব দেবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলেও এদিন নবদ্বীপে রোডসো করতে এসে জানান সুবিখ্যাত তারকা তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।

Related Articles