নবদ্বীপে সমবায় ব্যাংকে তালাবন্দি বিক্ষোভ, গ্রাহকদের ক্ষোভ
Lockdown protest at cooperative bank in Nabadwip, customers angry

Truth Of Bengal: নদিয়ার নবদ্বীপের প্রতাপনগর পালবাজার এলাকার একটি সমবায় ব্যাংকে গ্রাহকদের ক্ষোভ আজ চরমে পৌঁছায়। সরকারী ভাতা, যেমন লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা-সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা এই ব্যাংকের সঙ্গে সংযুক্ত থাকায় বহু মানুষ এই ব্যাংকের ওপর নির্ভরশীল। তবে অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রাহকরা সেই টাকা তুলতে পারছেন না।
ব্যাংকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের সম্পত্তি নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে। পাশাপাশি, যখনই তারা টাকা তুলতে আসেন, প্রায়ই ব্যাংকের শাখা বন্ধ থাকে। এতে ভীষণ অসুবিধায় পড়ছেন সাধারণ গ্রাহকরা। সমস্যার সুরাহা না হওয়ায় অবশেষে আজ তারা ক্ষোভে ফেটে পড়েন।
ব্যাংকের গেটে তালা মেরে শুরু হয় জোরদার বিক্ষোভ। কোতোয়ালী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে। পুলিশের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভকারীরা আন্দোলন তুলে নেন।
তবে, স্থানীয়রা জানিয়েছেন, এই ব্যাংকে নানা সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে। টাকা তোলা থেকে শুরু করে নানা পরিষেবার ক্ষেত্রে অনিয়মিততা থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে অসংখ্য গ্রাহককে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।