বেতবোনায় রাজ্যপালের কনভয় আটকে বিক্ষোভ স্থানীয়দের
Locals protest blocking Governor's convoy in Betbon

Truth Of Bengal: আজ দুপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় বেতবোনা এলাকায় আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের কনভয়ের সামনে এসে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। তাঁদের দাবি, রাজ্যপাল বেতবোনায় কেন নামলেন না, এবং তাঁদের সমস্যাগুলো কি তাঁরা শুনবেন না?
এটি ঘটে যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদে জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবারের সঙ্গে দেখা করে বেতবোনা এলাকায় যাচ্ছিলেন। তাঁর গাড়ি বেরিয়ে যেতেই, কনভয়ের বাকি গাড়িগুলির সামনে চলে আসেন স্থানীয়রা এবং তা আটকে দেন। তারা রাজ্যপালের কাছে তাঁদের ‘মনের কথা’ বলার জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
ঘটনাস্থলে পুলিশ ও আধাসেনা উপস্থিত হলে, তারা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন যে রাজ্যপাল কোথায় যাবেন, তা রাজভবন থেকেই ঠিক করা হয়, এবং রাজ্য প্রশাসনের এখানে কোনো ভূমিকা নেই।
ধুলিয়ান বাজার এলাকার ডাকবাংলো মোড়ে এসে রাজ্যপাল তাঁর গাড়ি থামান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি স্থানীয়দের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন এবং তাদের দাবি অনুযায়ী বিএসএফ ক্যাম্প খোলার পরামর্শ দেন। তবে পরে, কনভয় আটকে পড়ার খবর পেয়ে রাজ্যপাল বেতবোনা ফিরে আসেন এবং স্থানীয়দের সঙ্গে আবার কথা বলেন।