রাজ্যের খবর

ক্রসিং-এর দাবিতে মালদার চেঁচু মোড়ে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর

Locals protest at Chechu intersection in Malda demanding a crossing

Truth of Bengal: পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেঁচু মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে ক্রসিং এবং ট্রাফিক পুলিশের দাবিতে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ব্যবসায়ীরা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবরোধকারীদের অভিযোগ, চেঁচু মোড়ে একটি ক্রসিং রয়েছে এবং সেই ক্রসিং এনএইচ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এর ফলে সমস্যায় পড়তে হয়েছে সকলকে।

প্রতিনিয়ত এই চেঁচু মোড়ের উপর হয়ে হাজার হাজার মানুষ রাস্তা পারাপার হয়ে যাতায়াত করে। যেখানে রয়েছে ভাবুক রাম মার্ডি হাইস্কুল ও ওই সংশ্লিষ্ট এলাকায় দুই তিনটি হিমঘর। যেখানে ছাত্র-ছাত্রীরা পারাপার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। সেখানকার এলাকাবাসী ক্রসিং-এর দাবি নিয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাননীয় জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেছিল।

এলাকাবাসীর দাবিকে মান্যতা দিয়ে সেখানে ক্রসিং এর অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু জেলা শাসকের অনুমোদনকে তোয়াক্কা না করে নিজেদের গায়ের জোরে ক্রসিংটিকে সিমেন্টের ব্যারিকেট দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এর ফলে সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। অবরোধকারীদের দাবি, অতিসত্বর চেঁচু মোড় ১২ নম্বর জাতীয় সড়কের উপরে ক্রসিং করতে হবে। পাশাপাশি এই ক্রসিং সিগন্যালে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। তবে এই মুহূর্তে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Related Articles