রাজ্যের খবর

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ ঠিকাদারের কর্মীদের বিরুদ্ধে, বিক্ষোভ এলাকাবাসীর

Locals protest against contractor's workers for building roads with low-quality materials

Truth Of Bengal: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। নদীয়ার চাপড়া থানার গোখুরাপোতা এলাকার ঘটনা। জানা যায়, শনিবার ওই এলাকায় ৮০০ মিটারের একটি রাস্তা তৈরীর কাজ চলছিল। অভিযোগ, নিম্নমানের পিচ খোয়া সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন কর্ণপাত করেনি সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মীরা।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। পিচের রাস্তায় হাত দিতেই উঠে আসছে খোয়া। এলাকার মানুষের মূলত অভিযোগ, রাস্তা তৈরীর বরাদ্দ হওয়া টাকায় কাঠমানি করা হয়েছে, না হলে নিম্নমানের সামগ্রী দিয়ে কেন এই রাস্তা তৈরি করা হবে।

মূলত, এই দাবি তুলে ঠিকাদারের কর্মীদের আটকে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ। খবর পেতেই ঘটনাস্থলে যায় চাপরা থানার পুলিশ। এরপর স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এলাকার মানুষের একটাই দাবি, সঠিক মানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করতে হবে, না হলে কাজ বন্ধ করে রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।

Related Articles