রাজ্যের খবর

হাওড়ায় বিকল্প আবর্জনা ফেলার জায়গা নিয়ে আপত্তি স্থানীয়দের

Locals oppose alternative garbage dumps in Howrah

Truth Of Bengal: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল বেলগাছিয়া ভাগার পরিদর্শন করে জানিয়ে ছিলেন ধসের কারণ। বলেছিলেন অবৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা এই ভাবে মজুত করার ফলে তৈরি হয়েছে পাহাড়। এই পাহাড় সমান আবর্জনা মজুতের ফলে মিথেন গ্যাস তৈরি হয়ে। আগুন লাগছে।  মাটির ধারণ ক্ষমতা হারাচ্ছে, যার ফলে এই ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব আবর্জনা ফেলা বন্ধ করতে হবে না হলে আগামী দিনে বড় ঘটনা ঘটতে পারে বলে জানান।

সোমবার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ভাগার এলাকা পরিদর্শন করতে যান। তিনিও জানান, বেলগাছিয়া ভাগাড়ে আর ময়লা ফেলা যাবে না। বিকল্প জায়গা বাছা হবে, সেই খানেই হাওড়ার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা ফেলা হবে। ভাগাড়ের যে পাহাড় সমান আবর্জনা সেটিকে আসতে আসতে সরানো হবে। মন্ত্রীর কথা মতো জেলা প্রশাসন বিকল্প জায়গা হিসাবে বাছেন শিবপুর বিধানসভার আরুপাড়া এলাকার একটি নির্দিষ্ট জায়গা।

বুধবার সকালে পুরসভার আবর্জনার গাড়ি এলে ওই এলাকার মানুষ রাস্তায় বিক্ষোভ দেখান । তাদের বক্তব্য, সামনেই হিন্দি বিশ্ববিদ্যালয়, কাছেই কলকাতা পুলিশের হেড ট্রেনিং সেন্টার। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হোক সেটা তারা চাইছেন না। অন্য বিকল্প কোনো জায়গা দেখে এই আবর্জনা ফেলার দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা ।

গতকাল হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক জানিয়ে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের যে ভ্যাটের আবর্জনা তা আরুপাড়া ওই নির্দিষ্ট জায়গায় ফেলা হবে এক থেকে দেড় মাসের জন্য। প্রশাসনের ঠিক করা জায়গা বাছার পরেও ওই এলাকার মানুষের বিক্ষোভের পর কী সিদ্ধান্ত নেওয়া সেই দিকে নজর রাখতে হবে।

প্রতিদিন হাওড়া পুরসভার সাড়ে ছয়শত মেট্রিক টন আবর্জনা আসে এই বিপুল পরিমাণ আবর্জনা প্রতিদিন কথায় ফেলা হবে? আর বিকল্প জায়গায় ফেলা না হলে প্রতিটা ওয়ার্ডে ভাগার সৃষ্টি হবে। এই নিয়ে সমস্যায় পরেছে পৌরসভা।

Related Articles