ডাকাতির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা, অভিযোগ দায়ের থানায়
Locals in panic over robbery, file complaint at police station

Truth Of Bengal : ফের ডাকাতির ঘটনা বঙ্গে। এবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। একের পর এক ডাকাতির ঘটনায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে একের পর এক দোকানে হানা দেয় দুষ্কৃতীদল। দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে রাতের অন্ধকারেই চম্পট দেয় দুষ্কৃতী দল। আজ সকালে দোকান খুলতে এসেই মাথায় হাত দোকানদারদের, এই ঘটনায় পুলিশের কাছে দ্বারস্থ হয় স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয়দের মতে ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে ঘরে চলে আসে, দোকান খুলতে এসে দেখা যায়, দোকান সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। দুষ্কৃতীরা শুধু দোকানগুলি ভাঙচুর করেছে তাই নয় দোকানে রাখা বিভিন্ন সামগ্রীও লুঠ করে তারা চম্পট দিয়েছে। চারটি দোকানের পাশাপাশি দুষ্কৃতীরা এলাকায় নির্মীয়মান একটি বাড়িও ভাঙচুর করেছে বলে অভিযোগ। আজ সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়। অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবীতে সরব হন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ জানানো হয় কোতুলপুর থানাতেও।