হাওড়া বর্ধমান কর্ড শাখায় শিবাইন্ডী স্টেশনে একই লাইনে লোকাল ও বন্দে ভারত! ভাইরাল ভিডিও
Local and Vande Bharat on the same line at Shivaindi station in Howrah Burdwan cord branch! Viral video

The Truth Of Bengal,রাকেশ চক্রবর্তী , হুগলি: পরপর ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে। করমন্ডল এক্সপ্রেসের পর হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার বেলাইন হয় মালগাড়ি। যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রবলেমে পড়েছিল সেই রাঙাপানিতে এই ঘটনা ঘটে। মালগাড়ি না হয়ে যদি কোন যাত্রীবাহী ট্রেন হত তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। রেল দপ্তরের উদাসীনতার দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ।
একের পর এক দুর্ঘটনায় যখন সাধারন মানুষ আতঙ্কিত তখন একটি ভাইরাল ভিডিয়ো আরও আতঙ্ক ছড়ালো। হাওড়া বর্ধমান কর্ড শাখায় শিবাইন্ডী স্টেশনে একই লাইনে লোকাল ও বন্দে ভারত! ভাইরাল ভিডিয়ো আতঙ্ক ছড়ায়। অটোমেটিক সিগন্যাল জোনো এগুলো হয়,দাবী পূর রেলের।জানা গেছে গত মঙ্গলবার সকালে হাওড়া ছেড়ে এনজিপি যাওয়ার সময় বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে পরে শিবাইচন্ডী স্টেশনে ঢোকার হোম সিগন্যালে।একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেনও ওই সময় হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল।
হাওড়া বর্ধমান কর্ড শাখায় শিবাইন্ডী স্টেশনে একই লাইনে লোকাল ও বন্দে ভারত! ভাইরাল ভিডিও pic.twitter.com/4D8EHuqNDt
— TOB DIGITAL (@DigitalTob) August 1, 2024
বন্দে ভারত ট্রেনটিকে শিবাইচন্ডী স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়।পরে লোকাল ছেড়ে যাওয়ার পর বন্দে ভারত গন্তব্যে রওনা দেয়।আর এই ছবি সোশাল মিডিয়া ভাইরাল হয়।এমন সময় যখন বার বার ট্রেন দূর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।যদিও এই ঘটনা স্বাভাবিক বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র।তিনি জানান,অটোমেটিক সিগন্যাল জোনে এগুলো হয়।তাদের কাছেও প্রায়দিন খবর আসে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকার।এটা কোনো বিষয় না।