রাজ্যের খবর

শিলিগুড়িতে উদ্ধার ১ কোটি ১৪ লক্ষ টাকার দেশি-বিদেশি মুদ্রা, গ্রেফতার ব্যবসায়ী

Local and foreign currencies worth 1.14 crore rupees recovered in Siliguri, businessman arrested

Truth of Bengal: শিলিগুড়ির মাটিগাড়ার তিরঙ্গামোড় এলাকা থেকে দেশি ও বিদেশি মুদ্রার অবৈধ কারবারের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। ধৃতের নাম শ্যামবাবু প্রসাদ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তার বাড়ি ও দুটি অফিসে একযোগে অভিযান চালান।

তিনটি স্থানে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মুদ্রার পরিমাণ আনুমানিক ১ কোটি ১৪ লক্ষ টাকা। আধিকারিকরা জানিয়েছেন, ধৃতের বাড়ি এবং হিলকার্ট রোডের দুটি অফিস থেকে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

সরকারি আইনজীবী রতন বণিক জানান, জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি স্বীকার করেন যে নেপাল থেকে বেআইনিভাবে এই বিদেশি মুদ্রা দেশে আনা হয়েছিল। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বিভিন্ন দেশের নোট রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অর্থ বিভিন্ন অবৈধ লেনদেন এবং পাচারের কাজে ব্যবহৃত হতো বলে অনুমান করা হচ্ছে।

রবিবার ধৃত শ্যামবাবু প্রসাদকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং মুদ্রা পাচার চক্রের সঙ্গে ধৃতের সম্পর্ক কতটা গভীর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles