রাজ্যের খবর

প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

Late Basirhat Trinamool MP Haji Nurul Islam

প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। দীর্ঘ দিন ধরে আসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার দুপুর ১.১০ মিনিটে বাড়িতেই জীবনাসন।

দীর্ঘদিন যকৃতের ক্যানসারে ভুগছিলেন হাজি নুরুল ইসলাম। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেও তিনি এলাকায় প্রচারে গিয়েছিলেন, কিন্তু একদিন অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোটে জয়ী হন। তাঁর অবস্থা গত কয়েকদিনে অবনতি হয়েছিল, এবং বারাসতের বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাংসদের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

২০০৯ সালে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথমবার সাংসদ হন নুরুল। ২০১৪ সালে জঙ্গিপুর থেকে প্রার্থী হয়ে হেরে যান। ২০১৬ সালে বসিরহাট লোকসভার অধীনে হাড়োয়া বিধানসভায় জয়ী হন, এবং ২০২১ সালে আবারও হাড়োয়ার বিধায়ক হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে বিপুল ব্যবধানে জয়ী হন। ২০১৬ সালে হাড়োয়া বিধানসভার তৎকালীন বিধায়ক জুলফিকার আলিকে বাদ দিয়ে নুরুলকে প্রার্থী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে মাত্র ১২০০ ভোটে জেতা আসনে নুরুল ৪৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হন। ২০১৯ সালে বসিরহাটে প্রার্থী বদল করে তৃণমূল, এবং অভিনেত্রী নুসরত জাহান জয়ী হন। তবে ২০২৪ সালে মমতার ইচ্ছাতে বসিরহাট লোকসভায় শেষ পর্যন্ত নুরুলই প্রার্থী হন।

২০২৪ সালের নির্বাচনে দাঁড়ানোর পর থেকে নুরুলের অসুস্থতা নিয়ে তৃণমূল নেতৃত্ব উদ্বিগ্ন ছিল। বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয় তাঁকে। শেষমেশ বুধবার দুপুরে দত্তপুকুর থানার বয়রা গ্রামের নিজের বাসভবনে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন।