রাজ্যের খবর

Langcha Fiesta: ধর্মতলা থেকে ফেরার পথে ভিড় শক্তিগড়ে, ল্য়াংচার টানে জমজমাট মেলা!

After the Dharmatala political rally, returning crowds descended on Shaktigarh for its famous langcha fair—transforming a political moment into a bustling sweet festival in Bardhaman.

Truth Of Bengal: পিন্টু প্যাটেল,পূর্ব বর্ধমান: একুশে জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত পাড়ি দেয় কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে(Langcha Fiesta)। আর ধর্মতলার সভা শেষে যখন সকলে ফিরছেন নিজ নিজ গন্তব্যে, তখন এক অভিনব দৃশ্য ধরা পড়ে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। লাংচার টানে রীতিমতো উৎসবের চেহারা নেয় শক্তিগড়ের বিখ্যাত লাংচা মেলা। ফেরার পথে অনেকেই নিজের বাস থেকে নেমে সোজা চলে যান মেলার ভেতরে। কারও হাতে এক বাক্স, তো কারও দু’হাতে ঠাসা চার-পাঁচ বাক্স লাংচা। ধর্মতলা হয়ে বাড়ি ফিরলেও, শক্তিগড়ের মিষ্টি স্মৃতি সঙ্গে না নিয়ে কেউ যেন ফিরতে রাজি নন!

[আরও পড়ুন: Suvendu Adhikari: “বাংলাতেও এসআইআর চাই”, শিলিগুড়ির সভা থেকে দাবি শুভেন্দুর]

লাংচা প্রেমীদের ভিড়ে কার্যত জমজমাট হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। লাংচা বিক্রেতারা জানাচ্ছেন, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভিড় সামলাতে হয়েছে তাঁদের(Langcha Fiesta)। অনেক দোকানে লাইন পড়েছে, কিছু দোকানে শেষ হয়ে গেছে জনপ্রিয় আইটেম। শক্তিগড়ে ভিড় সামাল দিতে ছিল কড়া পুলিশি নজরদারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনায় আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা ছিল বলে জানিয়েছে প্রশাসন।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

একুশের দিন যেমন রাজনৈতিক আবেগে ভাসে রাজ্য, তেমনি ধর্মতলা থেকে ফেরার পথে শক্তিগড় হয়ে বাড়ি ফেরা যেন পূর্ণতা পায় একটুখানি লাংচার স্বাদে(Langcha Fiesta)। এবারের একুশে জুলাইয়ে তাই ধর্মতলার রাজনীতির উত্তাপের পাশে ছিল লাংচার মিষ্টি টান।