ভোজপুরি গানে যুবতীর সঙ্গে কোমর দুলিয়ে নাচ শ্রমিক নেতার, ভাইরাল ভিডিও-তে শোরগোল
Labor leader dances with young woman while swinging her waist in Bhojpuri dance, viral video causes uproar

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতার ভোজপুরি ডান্স এক যুবতীর হাত ধরে। এই ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে এক যুবতীর হাত ধরে ভোজপুরি ‘টুট যায় রাজা জি’ গানের তালে উদ্যম নাচছেন ওই শ্রমিক নেতা। আইএনটিটিইউসির দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি মানস অধিকারীর এই নাচের ভিডিয়ো স্মার্ট মোবাইলের মাধ্যমে এখন সাধারণ মানুষের হাতে হাতে।
ভোজপুরি নাচে যুবতীর সঙ্গে কোমর দুলিয়ে নাচ শ্রমিক নেতার, ভাইরাল ভিডিও-তে শোরগোল pic.twitter.com/9NeNRS1hdu
— TOB DIGITAL (@DigitalTob) January 23, 2025
জানা গিয়েছে, ডিএসপি টাউনশিপের একটি পার্কে INTTUC-র উদ্যোগে পিকনিকের অনুষ্ঠানে ভোজপুরি গানের তালে এই নাচ নাচতে দেখা যায় এই নেতাকে। শ্রমিক সংগঠনের এই নেতার এ ধরনের ড্যান্স বিতর্কের সৃষ্টি করেছে। দুর্গাপুরের রাজনৈতিক মহলে এই নিয়ে এখন বিতর্ক চরমে।
যেখানে দলের শীর্ষ নেতারা বারবার সমস্ত স্তরের নেতাদের শৃঙ্খলা বজায় রাখার কথা বলেন তখন এ ধরনের একটি চটুল গানের সঙ্গে কিভাবে শ্রমিক সংগঠনের নেতা কোমর দোলালেন তা প্রশ্নের মুখে। এ ধরনের গানের তালে কোমর দুলিয়ে দলে শৃংখলা ভেঙেছেন বলে অভিযোগ দলেরই একাংশের। দলের স্থানীয় নেতারা বলছেন সাধারণ মানুষ আমাদের ওপর ভরসা রেখেছেন। তখন আমাদের আচরণ ঠিক করা প্রয়োজন। এমন কোন আচরণ করা প্রয়োজন নয় যা সাধারণ মানুষের কাছে নিজেদের খাটো হতে হয়।