ব্যাট হাতেই দাদাগিরি দেখালেন, প্রথম বলেই ছক্কা হাঁকলেন কুণাল ঘোষ
Kunal Ghosh showed his bravery with the bat, hitting a six off the first ball

Truth of Bengal: ক্রিকেট মাঠে ব্যাট হাতে ছক্কা হাঁকলেন কুনাল ঘোষ। ব্যাটের অপরদিকে অর্থাৎ বল করেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্র কাশগিরি। ব্যাটের জাদুতে এক নিমেষেই সেই বল বাউন্ডারির বাইরে। শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি ইন্ডিরা ক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ অখিল গিরি এবং সুপ্রকাশ গিরি। পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট হল এই ‘দিদি কাপ’। শনিবার ও রবিবার দুই দিন ধরে চলবে প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসে হাতে ব্যাট বল নিয়েই মাঠে নেমে পড়েন নেতৃত্বরা। কুনাল ঘোষ কে বল করেন কাফি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন মন্ত্রী অখিলগিরিকেও ব্যাট হাতে দেখা যায়। এই বছর এই প্রতিযোগিতায় ১৬ টি দল অংশ নিয়েছে আগামীকাল প্রতিযোগিতার ফাইনাল চ্যাম্পিয়ন দল পাবে চার লক্ষ টাকা রানারসরা পাবে তিন লক্ষ টাকা পুরস্কার। এই অনুষ্ঠানে কুনাল ঘোষ বলেন ক্রিকেট সকলেই ভালোবাসে সেরা খেলার যে আমের মাঠে বসে উপভোগ করার সেটা ইন্দিরা ক্লাব দিদি কাপ করেই কাঁথিতে দিয়েছে। এই প্রতিযোগিতা ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহীর প্রকাশ ঘটেছে।