রাজ্যের খবর

পূজোর ভাবনা ‘ঋতুমতী’, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পূজোর প্রস্তুতি জোরকদমে

Durga Puja 2023

 খুঁটি পূজার মধ্যে দিয়েই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পূজো প্রস্তুতির সূচনা হলো। এএ বছরে তাদেরএ বছরে তাদের ভাবনা ঋতুমতী। অন্ধবিশ্বাস কে মুছে ফেলে নত  শুভ চেতনার উদয়ের প্রতিচ্ছবি তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায়।

 কুসংস্কার বিনাশের ডাক / ৫-এর পল্লীর ভাবনা  ঋতুমতী

অপেক্ষায় আর মাত্র কয়েকটা দিন। পাড়ায় পাড়ায় চলছে প্রস্তুতি। খুঁটি পূজার মধ্যে দিয়ে বেজে উঠছে আগমনীর সুর। ৮৪ তম বর্ষে পাথুরিয়াঘাটা পাচের পল্লীর ভাবনা ‘ঋতুমতী’। শুভ শক্তির বিনাশের সাথে সাথে বিনাশ হবে কুসংস্কার। মহিলাদের ঋতুকালীন অবস্থায় যে কুসংস্কার প্রতিনিয়ত নাড়া দেয়, বিনাশের প্রতিচ্ছবি তুলে ধরা হবে মন্ডপশয্যার মধ্যে দিয়ে। খুঁটি পূজো ও ভাবনা প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরী জগনাথ মন্দিরের জগণাথ দৌতাপতি, পর্বত আরোহী পিয়ালী বসাক, সংসদ মালা রায়, বিধায়ক তাপস রায়, দেবাশীষ কুমার, মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি সহ্ বিশিষ্টরা। মহিলাদের ঋতুকালীন অবস্থায় পূজার্চনায় যে বিধিনিষেধ আজও চালিত হয়ে আসছে সেই কুসংস্কার দূর হওয়া দরকার বলেই জানান পাথুরিয়াঘাটা ৫ এর পল্লীর সভাপতি তহা কাউন্সিলর ইলোরা সাহা।

সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর নারী সমাজ। তাই এই  কুসংস্কার দূর করতে, সচেতনতামূলক ভাবনাই মন্ডপ সজ্জার মধ্যে ফুটিয়ে তুলবেন শিল্পী মানস দাস। সমাজ থেকে এই কুসংস্কার কে মুছে ফেলতে আরো সংগঠনের এগিয়ে আসার আহ্বান পর্বতারোহী পিয়ালী বসাকের।

Related Articles