রাজ্যের খবর
খোদ হাওড়া স্টেশনে অপহরণ! কাদের খপ্পরে তিন বছরের শিশু কন্যা
Kidnapping at Howrah station itself! A three-year-old child in the clutches of Quader

Truth Of Bengal: হাওড়া স্টেশন থেকে তিন বছরের শিশুকে অপহরণ। মা এবং দিদির সঙ্গে লক্ষীকান্তপুর যাওয়ার কথা ছিল শিশুটির। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পাঁচটি বিশেষ টিম।
জিআরপি সূত্রে খবর, এই ঘটনাটি বুধবার ঘটেছে। এই ঘটনার তদন্তে নেমে এক মহিলাকে সন্দেহভাজন বলে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত ওই তিন বছরের শিশু কন্যার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। রাতে হুগলি থেকে শিশুটি মা এবং দিদির সঙ্গে হাওড়া স্টেশনে আসে। পরদিন সকালে এই ঘটনা ঘটে।