রাজ্যের খবর

ব্যস্ততম স্টেশন খড়্গপুরের এখন বেহাল দশা! উদাসীন রেল

Kharagpur Rail Station

The Truth of Bengal: ‘এ ওয়ান’ তকমা ছিল আগেই। এ বার আন্তর্জাতিক মানের স্টেশন হিসেবে খড়্গপুর স্টেশনকে গড়ে তুলবে রেল। স্টেশন পরিদর্শন করেই জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেন।কেন্দ্র যখন আশ্বাসবাণী দিচ্ছে তখন খড়্গপুর স্টেশনের হাল কী তা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই খড়্গপুর জংশনে।দেখা গেল ঐতিহ্যের স্টেশনে সবটাই এলোমেলো হয়ে রয়েছে।বেহাল দশা লিফট থেকে চলমান সিঁড়ির। বয়স্ক মানুষ থেকে বিশেষভাবে সক্ষম সকলেই হাঁটতে গেলে কষ্ট পাচ্ছেন।তাঁদের কাছে উচুঁ সিড়ি দিয়ে ওঠা যেন পাহাড় ডিঙোনোর সমান।

লাইফলাইনের ঐতিহ্য বর্ণনা বলতে গেলে বারংবার বাংলার এই স্টেশনের কথা উঠে আসে। এক প্রকার এই রেল স্টেশনের জন্যই খড়গপুর কে রেল শহর বলা হয়ে থাকে। তবে এই রেল শহরের রেল স্টেশন গুলি বর্তমানে বেহাল অবস্থা। ভাবতে বাধ্য করে এটাই কি সেই এক সময় কার বৃহত্তম রেল স্টেশন খড়গপুর জংশন! বিশেষভাবে সক্ষমরা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে অসন্তোষ প্রকাশ করছেন।

যাত্রীদের একাংশ বলছেন,“এর আগে এই শহরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছিলেন এফএম রেডিও স্টেশন হবে। এখনও একটি খুঁটিও পড়েনি। বিধানসভা নির্বাচনের আগে রেলমন্ত্রী এসে বলেছিলেন রেলবস্তির উন্নয়ন করে ভূগোল বদলে দেবেন। রেলবস্তি এখনও অন্ধকারে।’’ এখন রেল প্রতিমন্ত্রী বিশ্বমানের স্টেশন গড়বেন বলছেন।কিন্তু বিষয়টা কথার কথা হয়ে থাকবে না।এখন যে নমুনা মিলছে তাতে বলাই যায় রেলকে প্রকৃত লাইফলাইন করে তুলতে হলে আরও বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিতেই হবে।

 

Related Articles