রাজ্যের খবর

খড়গপুর আইআইটি র ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে পুলিশ

Kharagpur IIT girl's hanging body recovered! Police investigating

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধার হল আইআইটি খড়্গপুরের এক ছাত্রীর। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আইআইটি খড়গপুর চত্বর জুড়ে।

সোমবার সকালে খড়গপুর আইআইটি সরোজিনী নাইডু ও ইন্দ্রাগান্ধি হল এর অবস্থিত ছাত্রছাত্রীরা দেখেন ছাদের থেকে গলায় ফাঁস লাগিয়ে এক ছাত্রী দেহ ঝুলছে। এই ঘটনা জানাজানি হতেই , স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে পুলিশ । ঘটনাস্থলে এসে দেহটিকে উদ্ধার করে পুলিশ ।

এরপরে আইআইটি  কর্তৃপক্ষ জানতে পারে ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই বাড়ি কেরল, বিটেক চতুর্থ বর্ষের ছাত্রী। কলেজের তরফ থেকে জানানো হয় , কদিন আগেই ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেখান থেকে ফিরেই আত্মহত্যা বলে মনে করছেন আইআইটি কর্তৃপক্ষরা। ইতিমধ্যেই তার মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে জন্য পাঠানো হয়েছে। তবে কি কারনে আত্মহত্যা তা নিয়ে এখনো কিছু জানাতে পারেনি আইআইটি কর্তৃপক্ষ। তদন্ত  শুরু করেছে পুলিশ।

Related Articles