সেজে উঠেছে খানাকুল, মহাশিবরাত্রিতে ঘন্টেশ্বর শৈবতীর্থ মন্দিরে উপচে পড়ছে ভিড়
Khanakul is decorated, crowds throng Ghanteshwar Shaivatirtha temple on Mahashivratri

The Truth Of Bengal, সৌভিক গোস্বামী, আরামবাগ : শুধু তারকেশ্বর নয়, পাশাপাশি খানাকুলের ঘন্টেশ্বর শৈবতীর্থ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভীড়। পঞ্জিকা মতে আজ শুক্রবার মহাশিবরাত্রি। সকাল থেকে শিবতীর্থ ঘন্টেশ্বর মন্দিরে ভক্তের ভিড়ে জমজমাট হয়ে উঠে গোটা এলাকায়।
আশেপাশে বহু মানুষ প্রাচীন এই ঘন্টেশ্বর মন্দিরে মহিলারা শিব রাত্রিতে পুজো দেন এবং মাথায় জল ঢালতে আসেন দর্শনার্থী। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জল ঢালে বাবার মাথায়। উল্লেখ্য, সারা রাজ্যের মধ্যে অন্যতম শৈবতীর্থ তারকেশ্বর ছাড়াও খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরেও পূর্ণার্থীদের ব্যাপক ভিড় হয়। বিশেষ করে আজকের দিনে হাজার হাজার মানুষ এই মন্দির চত্বরে শৈব তীর্থে মহিলারা পুজো দেয় এবং মাথায় জল ঢেলে যান। মহকুমার আশেপাশের এলাকার মহিলা থেকে পুরুষ বাবা ভোলানাথের কাছে আসেন।
অন্যদিকে মন্দিরের স্থানীয় সেবক উজ্জল বটব্যাল জানিয়েছেন সকাল থেকেই ভক্তের সমাগম হয়েছে। সকাল থেকেই পুণ্যার্থীর সংখ্যা ভিড়। ঘন্টেশ্বর মন্দির এলাকায় জমজমাট ভাবে মেলা বসে পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ভোলানাথের কাছে পুজো দেন।
FREE ACCESS