রাজ্যের খবর

জীবনযুদ্ধে হার মানলেন কীর্তি-পত্নী পুণম, শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

Keerthi-wife Poonam lost the battle of life, Chief Minister condoled

Truth Of Bengal: বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ-এর স্ত্রী পুনাম আজাদের জীবনাবসান। বেশ কয়েক বছর ধরেই দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি।  নিয়মিত চিকিৎসা চলছিল। লোকসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে তিনি স্বামীর প্রচারের সঙ্গী হয়েছিলেন একাধিকার। ইদানিং কালেও তাকে বহুবার স্বামীর সঙ্গে দেখা গিয়েছে। সাংসদের সঙ্গে বিভিন্ন জায়গা গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।

তৃণমূল সাংসদের স্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমাদের সাংসদ ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুণম ঝা আজাদের মৃত্যুসংবাদ শুনে দুঃখিত। পুণমকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম। আমি জানতাম যে উনি গত কয়েক বছর ধরেই খুব অসুস্থ ছিলেন। কীর্তি ও তাঁর পরিবার সবরকম চেষ্টা করেছিলেন। পুণমের লড়াইয়ে পাশে ছিলেন। কীর্তি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আমার সমবেদনা জানাই। আশা করি পুণমের আত্মা শান্তি পাবে।”

এদিন সোশাল মিডিয়ায় কীর্তি আজাদ এই দুঃসংবাদ জানিয়ে লেখেন , “আমার স্ত্রী পুণম প্রয়াত হয়েছেন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি পরলোক গমন করেছেন। এই পরিস্থিতিতে পাশে থাকার জন্য ধন্যবাদ।” পরে তিনি আরও জানান, বিকেলে দুর্গাপুরের দামোদর ভ্যালি শ্মশানে পুণমের শেষকৃত্য সম্পন্ন হবে। পুণম আজাদের প্রিয় জায়গাতেই হবে তাঁর শেষকৃত্য। এদিন শেষ শ্রদ্ধাজ্ঞাপনে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক , উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি ও অন্যান্য বিশিষ্টজনেরা।

Related Articles