রাজ্যের খবর

সরকারি জায়গা দখল করে দোকানঘর দুই সিভিক ভলান্টিয়ারের! কড়া পদক্ষেপ নিল পুলিশ

Kashipur Police

The Truth of Bengal: প্রায়ই সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরি কথা সামনে আসে। যদিও সেই সিভিক ভলান্টিয়ারদের এক্তিয়ার কতটা, তা বারেবারে বুঝিয়ে দিয়েছে প্রশাসনের শীর্ষমহল। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে প্রশাসন। তারপরও অভিযোগ বন্ধ নেই। এবার বিশেষ ভাবে সক্ষম এক যুবকের দোকান ভেঙে রাতারাতি পূর্ত দফতরের জায়গা দখল করে দোকানঘর তৈরি করার অভিযোগ উঠেছে দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ভাঙড়ের কাশীপুর থানার পাকাপোল এলাকার ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, পাকাপোল থেকে গাবতলা যাওয়ার রাস্তার একপাশে পূর্ত দফতরের গার্ডওয়াল আছে। পাশের জলাভূমি থেকে রাস্তাকে রক্ষা করার জন্য কংক্রিটের ওই গার্ড ওয়ালগুলি দিয়েছিল পূর্ত দফতরের আলিপুর ডিভিশন। সেই গার্ডওয়াল দখল করে স্থায়ী দোকান তৈরি করেছিলেন কাশীপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার রফিক মোল্লা ও রাজারহাট থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার শরিফুল মোল্লা।

শুধু সরকারি জমি নয়, এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। দুই সিভিক ভলান্টিয়ারের অবৈধ নির্মাণের খবর পেয়ে কড়া পদক্ষেপ করল প্রশাসন। কাশীপুর থানার ওসি প্রদীপ পাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। গ্যাস কাটার দিয়ে লোহার পাইপ কেটে সেই দুটি দোকানঘর সরানো হয়। পুলিশের কড়া পদক্ষেপে খুশি এলাকার লোকজন। স্থানীয়দের দাবি, কাশীপুর থানার পুলিশ যখন এলাকার আইন-শৃঙ্খলা সামলাতে ব্যস্ত, তখন সেই সুযোগে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠছে এলাকার বিভিন্ন জায়গায়। তবে প্রভাব খাটিয়ে যদি কেউ এমন অনৈতিক কাজ করেন তা রেয়াত করা হবে না। এদিন দুই সিভিক ভলান্টিয়ারের অবৈধ দোকানঘর ভেঙে দিয়ে সেটাই বুঝিয়ে দিল পুলিশ।

 

Related Articles