রাজ্যের খবর
নববর্ষ উপলক্ষে নতুন ভাবে সেজে উঠেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন
Kamarpukur Ramakrishna Mission has been decorated in a new way on the occasion of New Year

The Truth Of Bengal ,সৌভিক গোস্বামী , আরামবাগ : নববর্ষের শুরুতেই নতুন ভাবে সেজে উঠেছে গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠ।সকাল থেকেই একটা ভির দেখা যায় কামারপুকুর মিশন ও মঠ চত্বরে।
সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে কামারপুকুর মিশনে।প্রতিদিনের ন্যায় এই দিনেও সকাল থেকেই পুজো অর্চনার করা হয়।পাশাপাশি গান বাজনা করা হয়।
এছাড়া ,গান বাজনায় মেতে ওঠে কামারপুকুর মিশনের মহারাজ সহ একাধিক সন্ন্যাসীরা।তার পাশাপাশি গান বাজনার তালে তালে মেতে উঠে দর্শনার্থীরা।নতুন বছরের শুরুতে বিভিন্ন জায়গার সাধারণ মানুষ পুজো দেই মিশনে।পুজোর পাশাপাশি নতুন বছরের যে হাল খাতা সেই হাল খাতারও পুজো দিতে দেখা যায়।