রাজ্যের খবর

মহা সমারহে পালিত হল কল্পতরু উৎসব সিউড়ী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে

"Kalpataru Utsav Celebrated in Grand Style at Suri Ramakrishna Satyananda Ashram 2025

Truth of Bengal: আজ ইংরেজি নববর্ষের পাশাপাশি পালন করা হয় কল্পতরু উৎসব।  কল্পতরু উৎসব হল একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের সন্যাসীরা এই উৎসব পালন করেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় প্রতিবছর। কথিত আছে, ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন রামকৃষ্ণ পরমহংস দেবের অনুগামীরা ঠাকুরকে আজকের দিনেই ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন।

বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে “ঠাকুরের বিশেষ উৎসব” গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন।

শুধু কাশীপুর বা কলকাতা নয় এই উৎসব পালন করে আসছে বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ আশ্রমও। প্রতিবছরের মতন এ বছরও পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসব এদিন সিউড়ি র শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে পালন করা হল কল্পতরু উৎসব যেখানে সকাল থেকেই হোম যজ্ঞের আয়োজন করা হয়। পাশাপাশি আরতি পুষ্পাঞ্জলি সহ ভক্তদের জন্য মহা প্রসাদের আয়োজন করা হয়। ভাব চেতনার জাগ্রত করার জন্যই আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ ভাবধারায় উৎসব পালন করা হয় এমনটাই জানান আশ্রমের সন্যাসী মহারাজ স্বামী ধ্রুবানন্দ।

প্রসঙ্গত, রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, ১ জানুয়ারি  রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনিই এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন, যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন। তাঁর সন্ন্যাসী শিষ্যেরা সেই দিন তাঁর কাছে ছিলেন না।

Related Articles