রাজ্যের খবর

মেদিনীপুর কলেজিয়েট ময়দানে শুরু জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা

Jungle girls football competition started at Medinipur Collegiate Maidan

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায়, মেদিনীপুর শহরের ঐতিহাসিক কলেজ কলেজিয়েট ময়দানে শুরু হল দুদিন ব্যাপী দিবারাত্র জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সুজয় হাজরা, মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সরঙ্গি, মেদিনীপুর, সৌমেন খান, বিশ্বনাথ পাণ্ডব সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় এই মহিলাদের ফুটবল টুর্নামেন্ট ভিন রাজ্যের একাধিক দল সহমত ১৬ টি দল অংশগ্রহণ করছে। দিবারাত্র এই মহিলা ফুটবল প্রতিযোগিতা জেলা ছাড়া ঝাড়খন্ড উত্তর প্রদেশ বিহার হরিয়ানা ছত্রিশগড় প্রবৃত্তিক রাজ্য থেকে মহিলা দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

জঙ্গল কন্যা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। মাঠে নেমে গোল করে ফুটবলের সূচনা করলেন তিনি। অপরদিকে গোলরক্ষক হিসেবে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, সুজয় হাজরা ও পাঁচজন গোলকিপারকে পরাস্ত করে বলটি গোলের জালে জড়িয়ে দেন। পাশাপাশি সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

Related Articles