রাজ্যের খবর

রাজনীতিতে ফেরার ইঙ্গিত জন বারলা ও মোহন শর্মার

John Barla and Mohan Sharma hint at return to politics

Truth of Bengal: আলিপুরদুয়ার, অমল মুণ্ডা: আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের দুই প্রভাবশালী শ্রমিক নেতা জন বারলা ও মোহন শর্মা আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁদের দাবি, মূলত চা বাগানের শ্রমিকদের স্বার্থেই তাঁরা আবারও রাজনীতির ময়দানে ফিরতে চান।

শনিবার, ডুয়ার্সের হেভিওয়েট নেতা মোহন শর্মা আলিপুরদুয়ারে জন বারলার সাথে সাক্ষাৎ করেন। যদিও মোহনের দাবি, জন বারলার স্ত্রীর অকাল মৃত্যুতে সমবেদনা জানাতেই এই সাক্ষাৎ, তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁদের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চর্চার ঝড় উঠেছে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে মোহন শর্মা সরকারি নয়টি পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে পরে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। অন্যদিকে, জন বারলাও গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী না হওয়ায় রাজনৈতিক ময়দান থেকে অনেকটা দূরে ছিলেন। যদিও চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়ে জনের তৃণমূলমুখী হওয়ার গুঞ্জন ছড়ায়। তবু, এখনো তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয়।

মোহন শর্মা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমানে তিনি কোনো দলের সদস্য নন এবং রাজনীতির বাইরে বেশিদিন থাকা সম্ভব নয় বলেও ইঙ্গিত দিয়েছেন। এদিন জন বারলা সাক্ষাৎ প্রসঙ্গে মন্তব্য করতে না চাইলেও, মোহন শর্মা জানান, “জন বারলার সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে। এই দুঃসময়ে পাশে দাঁড়াতেই এসেছি। তবে আমরা রাজনীতির লোক, বেশিদিন বাইরে থাকা সম্ভব নয়।”

অন্যদিকে, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানান, মোহন শর্মা কোনো অন্য দলে যোগ দেননি, ফলে তিনি বিজেপির সদস্য হিসেবেই আছেন বলে তাঁদের ধারণা। মনোজের মতে, মোহন শর্মার মতো অভিজ্ঞ নেতার সক্রিয় রাজনীতিতে ফেরা দলকে আরও শক্তিশালী করবে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সভাপতি প্রকাশ চিক বরাইককে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ডুয়ার্সের দুই প্রভাবশালী নেতার এই রাজনৈতিক তৎপরতা আগাম নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles