রাজ্যের খবর

চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণা, আটক এক

Fraud case

The Truth of Bengal: চাকরি দেবার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণা। ঘটনা টি মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নিয়াল্লিশ পাড়া এলাকায়। প্রতারকের কথায় গত 2018 সালে সাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি নিয়োগ করার জন্য হারে পাঁচ লক্ষ টাকা দাবি করেন প্রদীপ পাল।

চাকরি প্রোলভোনে পরে দীপক দাস নামের এক ব্যক্তি সেই টাকা প্রদীপ পালকে দেওয়ার পর থেকে প্রতারণা শুরু। চাকরি হচ্ছে হবে বলে বার বা ঘোরাতে থাকে দীপক দাস কে। প্রতারণার বুঝতে পেরে গত বছরের ফেব্রুয়ারি মাসে তাদের মধ্যে একটি মীমাংসা হয় ও দুই লক্ষ টাকা ফেরত দেন এবং গত বছরের নভেম্বর মাসে সমস্ত বকেয়া পরিশোধ করতে বলা হয়।

সময় সীমা পেরিয়ে গেলেও বাকি টাকা অদায়ে আজ দীপক দাস ঐ প্রতারক প্রদীপ পাল কে একটি বাড়িতে আটকে রেখে পুলিশ কে খবর দেয়। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ প্রদীপ পালকে আটক করে। এই ধরনের প্রতারণা আর কোথায় কোথায় করেছে তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

Related Articles