রাজ্যের খবর

গঙ্গার স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার, জওয়ানদের বিশেষ গঙ্গোত্রী অভিযান

Jawans undertake special Gangotri campaign, vowing to maintain cleanliness of Ganga

Truth Of Bengal: স্রোতসিনী গঙ্গার পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা সমাজে ছড়িয়ে দিতে এগিয়ে এল বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীর তরফে গঙ্গা বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রচার গড়ে তোলা হচ্ছে। সেই লক্ষ্যে গঙ্গোত্রী অভিযান শুরু করেছে জওয়ানরা। বাংলাতেই সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গা আরতির মতোই একটি বিশেষ RALLY-রও আয়োজন করা হয়। দেশপ্রেমী জওয়ানদের এই নদী মাতৃক সভ্যতা রক্ষার ডাক সবমহলে ছাপ ফেলছে।

দেশ রক্ষা করার কাজের মতোই দেশের সম্পদ গঙ্গার পরিচ্ছন্নতা রক্ষা করার প্রচারেও নামল বিএসএফ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই গঙ্গার বিশুদ্ধতাও প্রবাহ বাঁচিয়ে রাখার কথা তুলে ধরছেন জওয়ানরা। সেজন্য তাঁরা গঙ্গোত্রী অভিযান শুরু করেছেন। ২ ডিসেম্বর থেকে এই মিশন শুরু করেন বিএসএফ জওয়ানরা।চলবে ২৪ডিসেম্বর পর্যন্ত। উত্তরাখণ্ড থেকে যে প্রচার সীমান্ত রক্ষীরা শুরু করেছেন তা শেষ হবে গঙ্গাসাগরে। গঙ্গাকে মায়ের সঙ্গে তুলনা করছেন তাঁরা। মাতৃভূমি রক্ষার মতোই এই ঐতিহ্যবাহী নদীকে আগলে রাখার বার্তা ছড়িয়ে দিচ্ছেন জওয়ানরা। নদিয়ার ইস্কোন মন্দির সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠান করা হয়। গঙ্গা আরতীর মতোই গঙ্গাকে বাঁচানোর ডাক দিয়ে পদযাত্রাও করা হয়। দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করার অঙ্গীকার যেমন করা হয়,তেমনই আবার জনজীবনে নদীর প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে গঙ্গোত্র অভিযান শুরু করেন বিএসএফ আধিকারিকরা। নারীর ক্ষমতায়ন-গঙ্গার পরিচ্ছন্নতার বিষয়ে যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনই আবার মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা রক্ষার কথাও পদযাত্রায় উঠে আসে। সেই পদযাত্রায় অংশগ্রহণ করে প্রচুর ছাত্রছাত্রী। র‍্যালীর শেষে ভাগীরথী নদীর পারে গিয়ে মা গঙ্গাকে আরতি করেন ভারতীয় জওয়ানরা। এরপর যুবও তরুণদের বলা হয়, সমাজের দায়বদ্ধতা কিভাবে পালন করতে হবে। কারণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে গঙ্গা বা নদী অবশ্যই পরিচ্ছন্ন রাখা যে দরকার সেকথা বুঝতে পারছে পড়ুয়ারাও।

উত্তরাখণ্ড থেকে শুরু হওয়া এই গঙ্গোত্রী অভিযান শুরু হয়েছে ২ডিসেম্বর, শেষ হবে ২৪ ডিসেম্বর গঙ্গাসাগরে। ভারতের নানা রাজ্য ছুঁয়ে বাংলার সাগরতটেই গঙ্গোত্রী অভিযানের সমাপ্তি হবে।

Related Articles