রাজ্যের খবর

জঙ্গলমহল সুন্দরী পরিকাঠামো উন্নয়ন, জব কার্ড হোল্ডার দের কাজ দিতে পথশ্রী-৩

Jangalmahal Sundari infrastructure development

The Truth of Bengal: কেন্দ্র,সড়ক উন্নয়ন প্রকল্পে সাড়ে আট হাজার কোটি টাকা দেয়নি।তাই রাজ্যই বিকল্প পথে উন্নয়নের পথ খোলার চেষ্টা করছে। আর সেই বঞ্চনার মাঝেই নতুন রাস্তা জোগাচ্ছে খেটেখাওয়া মানুষের মুখে অন্ন। জঙ্গলমহলে মূলতঃ জোড়া উদ্দেশ্যে শুরু হয়েছে পথশ্রী-৩প্রকল্প। ২০২১এ মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়,শিল্পায়নেল স্বার্থে জঙ্গলমহলসুন্দরী প্রকল্প গ্রহণ করেন। জঙ্গলমহলসুন্দরী প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ৭২হাজার কোটি টাকা।লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। তাই শিল্পের জন্য পরিকাঠামোর উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।বনাঞ্চলে আলো থেকে পানীয় জল,শিক্ষা-স্বাস্থ্যের ভিত শক্ত করা থেকে সার্বিক বিকাশের বুনিয়াদ তৈরি হচ্ছে।জঙ্গলমহল যাতে রাজ্যের আর পাঁচটা অংশের মতোই যোগাযোগের মানচিত্রে উজ্বল থাকে সেজন্য এই  পথশ্রী-৩ প্রকল্প বেশ কার্যকরী ভূমিকা নিচ্ছে।

  • পথশ্রী-৩ প্রকল্পে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে ৪০টি রাস্তা
  • রাস্তা নির্মাণে রাজ্য সরকারের ব্যয়  ৩০কোটি টাকা
  • শিল্পায়ন-জবকার্ড হোল্ডারদের কর্মসংস্থানের লক্ষ্যপূরণ
  • গতবছর ৮টি ব্লকে তৈরি হয় ১৫৮টি নতুন রাস্তা
  • রাস্তা নির্মাণে খরচ হয়েছিল ৯৪কোটি টাকা
  • পরিকাঠামোর মানেন্নয়নে সঙ্গে আর্থ-সামাজিক উন্নয়ন
  • ঝাড়গ্রামে রাস্তা নির্মাণের সামগ্রিক ভাবনার কথা তুলে ধরেন জেলাশাসক।

ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাঁ চকচকে রাস্তা পেয়েছে সাধারণ মানুষ। তাতে  খুশি সাধারণ মানুষ। ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র খাঁদারানি পর্যটন স্থল যাওয়ার প্রায় সাড়ে তিন কিমি রাস্তার ভোলবদল হচ্ছে।পর্যটনের সুবিধাও বাড়ছে বলা যায়। বাম আমলে”জঙ্গলমহলের আগে রাস্তা ছিল না,মানুষ হাসপাতালে যেতে গেলে চরম সমস্যার মুখে পড়ত।বর্তামানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রীর মাধ্যমে মানুষজন ঝাঁ চকচকে রাস্তা পাচ্ছেন,তাতে বহুমুখী উদ্দেশ্য সাধন হচ্ছে বলা যায়।

Related Articles