কেন্দ্রীয় নির্দেশে মকড্রিল, অন্ধকারে ডুবল জলপাইগুড়ি টাউন স্টেশন
Jalpaiguri Town Station plunged into darkness after mock drill on central orders

Truth of Bengal: দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সাধারণ মানুষ ও প্রশাসনিক ব্যবস্থাকে প্রস্তুত রাখতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে ‘মকড্রিল’। সেই নির্দেশ অনুযায়ী বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি টাউন স্টেশনেও পালিত হয় এক বিশেষ ব্ল্যাকআউট মহড়া।
সন্ধ্যা ঠিক ৭টা বাজতেই পুরো টাউন স্টেশন অন্ধকারে ডুবে যায়। বন্ধ হয়ে যায় স্টেশনের সমস্ত বৈদ্যুতিক আলো ও সাময়িকভাবে ট্রেন চলাচল। ১০ মিনিট ধরে স্থায়ী থাকে এই অন্ধকার, যা সাধারণত যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য বিদ্যুৎ বিচ্ছিন্নতার অনুশীলনের অংশ হিসেবে করা হয়ে থাকে।
এই মহড়ার আগে স্টেশন কর্তৃপক্ষ ট্রেনযাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করে দেয় যে, সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত আলো নিভে যাবে এবং স্টেশনে সাময়িক অন্ধকার থাকবে। ফলে অনেকেই পূর্বপ্রস্তুতি নিয়ে স্টেশনে উপস্থিত হন এবং বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়।
অন্ধকারে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আরপিএফ কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। তারা ব্ল্যাকআউট চলাকালীন পুরো স্টেশন চত্বরে নজরদারি চালায় এবং যাত্রীদের পাশে থাকে।
সাতটা দশ মিনিটে স্টেশনে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে স্টেশনের কার্যকলাপ। এই মহড়ার মাধ্যমে স্টেশন কর্তৃপক্ষ যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়, তার প্রস্তুতি মূল্যায়ন করে। এই ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনিক দক্ষতা যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।