‘জেলেই বৃদ্ধাশ্রম হবে, সেখানেই বাকি জীবন কাটবে’, মুখ্যমন্ত্রী সম্পর্কে ফের বেলাগাম দিলীপ, কড়া নিন্দা তৃণমূলের
'Jail will be old age home, rest of life will be spent there', Belagam Dileep again about Chief Minister, Trinamool strongly condemns

The Truth Of Bengal : মুখে লাগাম নেই দিলীপ ঘোষের। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দাগলেন। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘জেলেই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে। প্রসঙ্গত, রাজ্যে ইডি, সিবিআই-এর তৎপরতা নিয়ে কিছুইদন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমার কাছে বাড়িও যা, জেলও তাই। জেলে গেলে একটু বিশ্রাম পাব।’ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ তোপ দাগেন মুখ্যমন্ত্রীকে। বলেন, ‘এই সুযোগও ওনার কাছে আসবে। ওটাই বৃদ্ধাশ্রম হবে। ওখানেই বাকি জীবন কাটাতে হবে।’
দিলীর ঘোষের এই মন্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে যে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। সুতরাং বিরোধীদের তিনি ভরবেন এটাই স্বাভাবিক। সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে তা দেখা গিয়েছে। বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে যারা সাফ হচ্ছেন তাদের কিছু হচ্ছে না। তার উদারহণ শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মাদের মতোও নেতারা। দিলীপবাবু আগে নিজেদের দিকে দেখুন। তারপর অন্যদের সম্পর্কে মন্তব্য করবেন। এই কথা বিজেপি নেতাদের মুখে মানায় না।‘
কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ঘটনায় কমিশনে দিলীপের নামে নালিশ জানানো হয়েছিল। কমিশন শো-কজ করেছিল দিলীপ ঘোষকে। দলের তরফেও দিলীপকে শো-কজ করে তাঁকে সংযত হতে বলা হয়েছিল। কিন্তু, তাতেও দমছেন না দিলীপ। আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ।