রাজ্যের খবর
Trending

তিহারে অনুব্রত, গুড়-বাতাসা ও নকুলদানা বিলি বোলপুরে

Jaggery and Nakuldana were distributed in Bolpur

The Truth Of Bengal : অনুব্রত মণ্ডল জেলবন্দি হয়ে তিহারে থাকলে কী হবে! ভোটের আবহে বেশ ভাল ভাবেই তাঁর উপস্থিতি লক্ষ্য করা করা যাচ্ছে। দলীয় কর্মীদের এদিন নকুলদানা-বাতাসা বিলি করতে দেখে গেল। একটা সময় অনুব্রতের গুড়-বাতাসা, নকুলদানা দেওয়ার কথা নিয়ে বিরাট চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে।

সেই সময় অনুব্রতের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তাঁর পর থেকে ভোট মানেই গুড়-বাতাস, নকুলদানার কথা উঠে আসে। আজ বোলপুরের এক নম্বর ওয়ার্ড গোয়ালপাড়ায় তৃণমূলের কাউন্সিলরের স্বামী বাবু দাসকে গুড়-বাতাসা, নকুলদানা বিতরণ করতে দেখা যায়।

জেলার দুটি আসনে ভোট চলছে। একদিকে যখন ভোটের আবহ, তখন অন্যদিকে শুনশান অনুব্রতের নিচুপট্টির বাড়ি। সেখানে ভিড় নেই দলীয় কর্মীদের। শুধু বসে আছেন কয়েকজন পুলিশ কর্মী। ভোটের ময়দানে অনুব্রত না থাকলেও আছে তাঁর সেই বহুল চর্চিত গুড়-বাতাস আর নকুলদানা ভোটের সকালে বিলি হতে থাকে গুড়-বাতাসা আর নকুলদানা।

Related Articles