রাজ্যের খবর

দীঘায় উদ্বোধন হলো জগন্নাথ মন্দির, দেশবাসীর মঙ্গল কামনায় হোম যজ্ঞের আয়োজন তৃণমূলের

Jagannath Temple inaugurated in Digha, Trinamool organizes Hom Yajna for the welfare of the countrymen

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: দীর্ঘদিনের অপেক্ষার পর অক্ষয়তৃতীয়ার শুভ লগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়। শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু জগন্নাথ দেবের চন্দন যাত্রা এবং অক্ষয় তৃতীয়া সেই শুভ দিনটিতেই জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করা হয় দীঘার জগন্নাথ মন্দিরে। সেই কারণেই সকল দেশবাসীর মঙ্গল কামনায় দু’দিনব্যাপী যজ্ঞের আয়োজন করা হয় শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া জন রঞ্জন কেন্দ্রের পাশে।

সাধুসন্তদের নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূলে কংগ্রেসের পক্ষ থেকে এই যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই চলে এই যোগ্য অনুষ্ঠান। দেশবাসীর মঙ্গল কামনায় দু’দিনব্যাপী যজ্ঞের আয়োজন করা হয় শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায়।

তৃণমূল নেতা সৈকত দাস এবং পরেশ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মন্দিরের উদঘাটন করছেন। এবার সকল বিশ্ববাসীর মঙ্গল কামনায় আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। তবে এই হোম যজ্ঞ অনুষ্ঠানে যেমন ছিল সাধারণ মানুষের উপস্থিতি তেমনি ছিল সাধু-সন্তদের উপস্থিতি। নিষ্ঠা ও পবিত্রতার সাথে চলে হোম যজ্ঞ।

Related Articles