রাজ্যের খবর
আসছে জগদ্ধাত্রী পুজো, নিজের শহরে আলোর ভেলকি দেখাতে প্রস্তুত জাদুকররা
Jagaddhatri Puja is coming, magicians are ready to show light velki in their hometown

Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আরাধনা শেষ হতে না হতেই আলোর শহর শহর চন্দননগরে জগদ্ধাত্রী উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। ইতিমধ্য বেশ কিছু পুজো কমিটি তাদের কাঠামো পুজো সেরে ফেলেছে। পুজোর থিম বা মণ্ডপ শয্যা কি হবে তাও ঠিক করা থাকে আগে থেকেই।
সারা বছর চন্দননগরের আলোর জাদুকরেরা সারা দেশ জুড়ে দুর্গা পুজোয় তাদের আলোর ভেলকি দেখায়। এবার নিজের শহর চন্দননগরের আলোর ভেলকি দেখাতে জাদুকরেররাও প্রস্তুত। কোজাগরী পূর্ণিমাতে চন্দননগরের অন্যতম সেরা পুজো তালডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। সেখানে কাঠামো পূজার মধ্যে দিয়ে শুরু হল ৩৪ বছরের জগদ্ধাত্রীর আরাধনা প্রস্তুতি। এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে ৩৪ বছরের জগদ্ধাত্রী বন্দনার কাঠামো পূজা সমাপ্ত হয়।