
The Truth of Bengal: জয়নগরের পর শ্যুটআউট জগদ্দলে। অভিযোগের তির ভাটপাড়া ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিংয়ের বিরুদ্ধে। এর আগে নমিত সিংয়ের বিরুদ্ধে বোমা রাখা এবং বোমা ফাটানোর অভিযোগ উঠেছিল, সেই সময় NIA-এর হাতে গ্রেফতার হয়েছিল সে। এদিন কাউন্সিলরের ছেলেকে থানা থেকে ছাড়াতে হাজির হয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমানাথ শ্যাম এবং ভাটপাড়া পুরসভা কাউন্সিলররা।
নমিতের মা সুনীতা সিং ভাটপাড়া পুরসভা ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। এদিন পুলিশ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে নমিতের কাছ থেকে। পুলিশ সূত্রের খবর, এদিন বিজেপি নেতা সঞ্জয় সিংয়ের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন নমিত সিং। সেই সময়ই পরপর তিন রাউন্ড গুলি চালায় নমিত। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, বিজেপির নেতা সঞ্জয় সিংয়ের দলবল নমিত সিং-এর মাকে গালাগালি দিয়েছিল। আর প্রতিবাদ করে নমিত সিং।
অন্যদিকে, নমিত সিংকে কেন গ্রেফতার করা হল, তা জানতে সরাসরি থানায় হাজির হন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। পুলিশ সূত্রের খবর নমিত সিংকে ছাড়ানো নিয়ে ওসি প্রদীপ দানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও সোমনাথ শ্যামের দাবি তিনি ছাড়াতে আসেন নি। তিনি এসেছেন কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা জানতে।
Free Access