রাজ্যের খবর
Trending
দেবের পথ অনুসরণ মিমির, গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা যাদবপুরের তৃণমূল সাংসদের
Jadavpur's Trinamool MP Mimi Chakraborty has resigned from an important post

Bangla Jago Desk : এবার দেবের পথই অনুসরণ করলেন মিমি চক্রবর্তী। ভাঙড়ের দুটি ব্লক অর্থাৎ নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে এবার ইস্তফা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা ভোটে জিতে যাদবপুরের সাংসদ হন মিমি। সেই সাংসদপদের মেয়াদ শেষ হচ্ছে এবার। কিন্তু আবারও মিমিকে দল টিকিট দেবে কি না, কিংবা তিনি সাংসদপদপ্রার্থী হতে চান কি না সবকিছু নিয়েই চলছে জল্পনা।
এইসব নিয়েই জল্পনা যখন একেবারেই তুঙ্গে ঠিক তখনই ভাঙড়ের দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে সরে এলেন তিনি। এই বিষয়ে মিমি চক্রবর্তী কে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
FREE ACCESS