রাজ্যের খবর

মানুষের জীবন রক্ষার দায়িত্ব আমাদের, গুণ্ডামি বরদাস্ত নয়, হুঁশিয়ারি রাজীবের

It is our responsibility to protect human lives, hooliganism will not be tolerated, warns Rajiv

Truth Of Bengal: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় উত্তেজনার চরমে পৌঁছায়। শুক্রবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি পর্যন্ত চালাতে হয়। যেভাবে এই ইস্যুতে পরিস্থিতি গরম হচ্ছে তার মোকাবিলায় কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব আমাদের। আর তা করতে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য পুলিশ। যারা হিংসা ছড়াবে, গুন্ডামি করবে তাদের বরদাস্ত করা হবে না।

যে কোন পরিস্থিতি স্বাভাবিক করতে প্রথমে পুলিশ সংযম থাকে। তার মানে এই সংযমকে দুর্বলতা ভাবলে ভুল করবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে জানে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি এদিন আরও জানান, মুর্শিদাবাদের সুতিতে পরিস্থিতি স্বাভাবিক করতে চার রাউন্ড গুলি চালায় পুলিশ। দুজন জখম হয়েছেন। তবে তারা এই মুহূর্তে বিপদমুক্ত। কেউ আইন হাতে তুলে নিলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে। নাগরিকদের উদ্দেশ্যে রাজ্য পুলিশের বার্তা, কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে সাধারণ মানুষকে। তবেই যে কোনো পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব। প্ররোচনা না ছড়ানোর আবেদন রেখেছেন ডিজি। রাজীব কুমার বলেন, গুজব ছড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করবেন না যার প্রভাব পড়ে এলাকায়।

সাংবাদিক বৈঠকে রাজীব কুমার কড়া হুঁশিয়ারি দিয়েছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্ররোচনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে। তিনি বলেন, যে কোন ঘটনা চরম পর্যায়ে চলে গেলে পুলিশ আরও কঠোর হবে। সেক্ষেত্রে কঠিনতম পদক্ষেপ করবে। কোনোভাবে বরদাস্ত করা হবে না গুণ্ডামি। মানুষের জীবন রক্ষা করার জন্য যতদূর যাওয়া যায় পুলিশ যাবে। যারা অপরাধ সংগঠিত করছে, আইন হাতে তুলে নিচ্ছে, প্ররোচনা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে পুলিশ কর্তার বার্তা, যারা এই কাজে যুক্ত হবে তাদের বিরুদ্ধে পুলিশ আরও কঠোর হবে। যারা আগুন হাতে নিয়ে খেলছে তাদের সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। রাজীব কুমার বলেন, ‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রাণ দেওয়ার প্রয়োজন হলে পুলিশ প্রাণ দেবে, তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।’ রাজীব কুমারের কথায়, ‘আমরা ট্রিগার হ্যাপি নয়, কিন্তু পরিস্থিতি মোকাবিলার কারণে অনেক ক্ষেত্রে এই কড়া পদক্ষেপ করতে হচ্ছে।’

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যেসব এলাকায় অশান্তির পরিবেশ ছড়িয়েছে সেই সব এলাকার মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার আবেদন রেখেছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোন জেলায় উত্তেজনা ছড়ালে কন্ট্রোলরুমে ফোন করে জানানোর আবেদন রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকেও এগিয়ে আসার আবেদন রাজ্য পুলিশের।

সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে পুলিশ গোটা পরিস্থিতি স্বাভাবিক করতে চায়। রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন এলাকায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়। প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের শান্তির আবহ নষ্ট করতে এই প্ররোচনা ছড়ানো হচ্ছে। বিশেষ একটা অংশ এই কাজে জড়িত। তাদের চিহ্নিতকরণ চলছে। এখনো পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জাভেদ শামিম আরও জানান, মুর্শিদাবাদের সুজার মোড়ে পুলিশ সংযত থেকে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছিল। পুলিশের ওপর হামলা, দোকানপাট ভাঙচুর, সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তি ক্ষতি করার ঘটনা ঘটে। পুলিশের ওপর লাগাতার আক্রমণ চলেছে। প্রায় তিন ঘন্টা সংযত থাকার পর বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। চার রাউন্ড গুলি চালানো হয়।

Related Articles