মায়াপুরে শুরু ইসকনের গৌড় পূর্ণিমা উৎসব, ভক্তদের সমাগমে ইসকন এখন মিনি ওয়ার্ল্ড
ISKCON's Gaur Purnima festival begins in Mayapur, ISKCON is now a mini world for devotees

The Truth Of Bengal: অধিবাসের মধ্যে দিয়ে শুরু হল মায়াপুর ইসকনের গৌড় পূর্ণিমা উৎসব। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইসকন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুরের তিল ধারনের জায়গাটুকু নেই।
সোমবার সকাল থেকেই মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব। দিনভর হরিনাম সংকীর্তন সহ বিশেষ পুজা পাঠ এবং বিকেলে তিনটি পৃথক মঞ্চে ভগবান শ্রীচৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান। এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ১০০ টি দেশ থেকে হাজার হাজার দেশীয় বিদেশী ভক্ত সমবেত হয়েছে ইস্কন চত্বরে। রংয়ের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুর ইসকনে রং একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। বাহ্যিক রং নয় কৃষ্ণানু রঙে ঈশ্বর বন্ধনার মাধ্যমে ই দোল উৎসব পালন করে মায়াপুর ইসকনের ভক্তরা।