ওয়েব কাস্টিং-এ ধরা পড়ে অনিয়ম, প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন
Irregularities caught in web casting, commission removes presiding officer

The Truth of Bengal: ইলামবাজারের ২৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। ওই অফিসারের বিরুদ্ধে নিয়মের বাইরে কাজ করার অভিযোগ ওঠে। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর, এখানেও ১০০ শাতাংশ সফল ভাবে কাজ করেছে ওয়েব কাস্টিং ব্যবস্থা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ওয়েব কাস্টিং-এর মধ্য দিয়ে দেখা যায়, ইলামবাজারের ২৫ নম্বর বুথে একটি লোক একাধিক বুথে ঢোকার চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বারবার ভোটারদের প্রভাবিত করছিলেন।
এই কাজ নিয়ম বহির্ভূত। ওই বক্তির বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেননি বুথের সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার। এরপরই তৎক্ষণাৎ ওই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। রিজার্ভ রাখা অন্য ভোট কর্মী থেকে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রিসাইডিং অফিসারকে পাঠানো হবে। এই ঘটনা নিয়ে সরাসরি কোনও অভিযোগ জমা পড়েনি কমিশনে। ওয়েব কাস্টিং-এ ঘটনাটি দেখে ব্যবস্থা নিল কমিশন। যা নজির হয়ে থাকল।